থাইল্যান্ডে বোমা হামলায় নিহত ৪


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ নভেম্বর ২০১৫

থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাত্তানি প্রদেশের কোক ফো জেলায় একটি চেকপয়েন্টে এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ শুক্রবার জানায়।

বিস্ফোরণে ৪৩ থেকে ৫৪ বছর বয়সী চার জন নিহত হন। নিহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী।

স্থানীয় পুলিশের কর্নেল উথাই থিপসোপা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণে ৪ গ্রাম্য প্রতিরক্ষা স্বেচ্ছাসেবী নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে থাই কর্তৃপক্ষ মালয় মুসলিম বিদ্রোহীদের বন্দুক ও বোমা হামলার হাত থেকে নিজেদের রক্ষা করতে গ্রাম্য স্বেচ্ছাসেবীদের অস্ত্র সরবরাহ করেছে। বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য মালয় মুসলিমরা বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

২০০৪ সাল থেকে সহিংসতায় ৬ হাজার ৪শ’র বেশি লোক নিহত হয়েছে। নিহতদের বেশিরবাগ বেসামরিক নাগরিক।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।