দুটি হীরার মূল্য ৫০০ কোটি টাকা


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৩ নভেম্বর ২০১৫

বিশাল অঙ্কের টাকার বিনিময়ে জেনেভায় নিলামে দুটি হীরা কিনলেন এক ব্যক্তি। ৪৮ দশমিক ৪ মিলিয়ন ডলারে (প্রায় ৩১৫ কোটি টাকায়) একটি ব্লু মুন হীরা কিনে বিশ্বে রেকর্ড গড়েছেন তিনি। হীরা ক্রয়ের পর নাম পরিবর্তন করে রেখেছেন ‘ব্লু মুন অফ জোসেফাইন’। এর আগে নিলামে এত দাম দিয়ে কোনো হীরা বিক্রি হয়নি বলে জানিয়েছে ওই নিলাম সংস্থা।  

নিজের পরিচয় আড়ালেই রেখে ওই ব্যক্তি গোলাপী রঙের আরও একটি হীরা কিনেছেন। ‘দ্য সুইট জোসেফাইন’ নামে ওই হীরাটির দাম ২৮ দশমিক ৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮৫ কোটি টাকা)। সব মিলিয়ে দুটি হীরা কিনতে তার ব্যয় হয়েছে ৭৬ দশমিক ৯ মিলিয়ন ডলার (প্রায় ৫০০ কোটি টাকা)।

নিলাম সংস্থা সূত্র জানিয়েছে, হংকংয়ের এক ব্যবসায়ী হীরা দুটি কিনেছেন। গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার কুলিনান খনি থেকে পাওয়া ২৯ দশমিক ৬২ ক্যারেটের ওই বিরল নীল হীরাটি।

এসআইএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।