উচ্ছেদ অভিযানে পুলিশের মুখে গরম চা ছুড়লেন নারী
ফুটপাত, রাস্তা দখল করে যেখানে সেখানে দোকান বসানোয় নিষেধাজ্ঞা থাকলেও তা মানেন না অনেকে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চায়ের দোকান বা ছোট ছোট খাবারের দোকান বসান অনেকে। এসব দোকান তুলে দিতে মাঝে মধ্যেই অভিযান চালাতে দেখা যায় পুলিশকে। কিন্তু এ ধরনের অবৈধ দোকান তুলে দিতে গিয়ে বিপদে পড়েছেন ভারতের বিহারের এক পুলিশ কর্মকর্তা। তার মুখে গরম চা ছুড়ে মেরেছেন এক নারী দোকানী। ওই পুলিশ সদস্য এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, বিহারের মুজাফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে দীর্ঘদিন ধরে অবৈধ চা এবং খাবারের দোকান চলছে। এর ফলে যাতায়াতে সমস্যা হয় রোগী থেকে শুরু করে চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অভিযোগ পেয়ে সেখানকার অবৈধ দোকান উচ্ছেদ করতে যান স্থানীয় আউটপোস্ট ইনচার্জ সুমন ঝা।
তবে সরিতা দেবী নামের এক নারীকে তার চায়ের দোকান সরাতে বলায় ঝামেলা শুরু হয়। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ে হঠাৎ করেই ফুটন্ত চা পুলিশ কর্মকর্তা সুমন ঝায়ের মুখে ছুড়ে মারেন ওই নারী।
এরপর দ্রুত ওই হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় সুমন ঝাকে। তার অবস্থার আরও অবনতি হলে পাটনা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দু’জন জড়িত ছিলেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ইএ/এমকেএইচ