আয়াতুল্লাহ খোমেনীকে ওবামার গোপন চিঠি


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৮ নভেম্বর ২০১৪

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনীকে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে চিঠি পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিঠিতে খোমেনীকে পরমাণু আলোচনা নিয়ে অগ্রগণ্য ভূমিকা নেওয়া ও আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের আহ্বান জানান ওবামা।

চিঠিতে বলা হয়েছে, আইএসবিরোধী যুদ্ধে ইরানের যে কোনো সহযোগিতা ভবিষ্যতে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তাদের পরমাণু সংক্রান্ত আলোচনায় অগ্রগতি বয়ে আনবে। ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত এই নিয়ে চতুর্থবারের মতো খোমেনীকে চিঠি পাঠালেন ওবামা।

চিঠিটির বিষয়ে প্রতিবেদন প্রকাশকারী সাংবাদিকদের একজন ক্যারল লি জানান, ওই চিঠি থেকে স্পষ্টই বোঝা যায়, হোয়াইট হাউসের কর্মকর্তারা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির ব্যাপারে খোমেনীকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।