এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ


প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১২ নভেম্বর ২০১৫

২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বরিশাল শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ-তিনগুণ টাকা নেয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও অতিরিক্ত টাকা নেয়া হলেও এ নিয়ে প্রতিবাদ করলে সন্তানের ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেয়ায় আশঙ্কায় অতিরিক্ত টাকা দেয়ার বিষয়টি চেপে যাচ্ছেন অভিভাবকরা।

তবে বরাবরের মতোই অভিবাবক কিংবা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের সু-নির্দিস্ট অভিযোগ পেলে সংশ্লিস্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ্ মো. আলমগীর।

বৃহস্পতিবার থেখে শুরু হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ। যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে নির্ধারিত ফি সর্বসাকূল্যে এক হাজার ৪৪৫ টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগে এক হাজার ৩৫৫ টাকা। পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধাতি ফি গ্রহণ করে ফরম পূরণ করার জন্য গত ৩ নভেম্বর শিক্ষাবোর্ড তাদের ওয়েবসাইটে সতর্ক বিজ্ঞপ্তি দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে গত বছর ৯ সেপ্টেম্বর উচ্চাদালতের সুয়োমোটো রুলের (২৫/২০১৪) বরাত দেয়া হয়েছে।

অথচ বরিশাল নগরীর নামিদামি স্কুলসহ বোর্ডের আওতাধীন প্রায় প্রতিটি উপজেলার স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ২৩শ’ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আদায় শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, তারা ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি-ই নিচ্ছেন। অতিরিক্ত টাকা নিচ্ছেন তিন মাসের কোচিং ফি হিসাবে। এছাড়া স্কুল উন্নয়ন ফি, মডেল টেস্ট ফিসহ নানা খাতে ফরম পূরণের সময় টাকা নেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ঐতিহ্যবাহী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যলয়, দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়েই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ফরম পূরণের ফি নেয়া হচ্ছে।

তবে এসব স্কুলের শিক্ষকরা কোচিং ফি বাবদ অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে বলে দাবি করেন।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।