না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০

মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী তুন আবদুল রাজ্জাক হুসেনের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের মা তুন রাহাহ মোহাম্মদ নোহ (৮৭) মারা গেছেন। ১৮ ডিসেম্বর দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নাজিব রাজাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মা আমাদের ছেড়ে চলে গেছে মওলার ডাকে। চোখ দিয়ে অশ্রু বয়ে গেল। মায়ের মৃত্যুতে আমার পরিবার খুবই মর্মাহত।’ মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

তুন রাহাহ ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর আবদুক রাজাকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দম্পতির পাঁচ ছেলে নাজিব, মোহাম্মদ নাজির, দাতুক আহমদ জোহরি, দাতুক মোহাম্মদ নিজাম ও দাতুক মোহাম্মদ নাজিম।

জোহরের মুয়ারে ১১ জুন, ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন, রাহাহ মালয়েশিয়ার গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মুসলিম মহিলা অ্যাকশন অর্গানাইজেশনের (পার্টিভি) পৃষ্ঠপোষকসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

jagonews24

তিনি মালয়েশিয়ার প্রথমদিকের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হিসেবে ছিলেন এবং তার স্বামী ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের নামানুসারে নামকরণ করেছিলেন।

নাজিব রাজাকের মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান রাজা সুলতান আব্দুল্লাহ। জানিয়েছেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। এছাড়া ছুটে যান আনোয়ার ইব্রাহিম। দলমত নির্বিশেষে দেশের সাধারণ জনগণও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।