হাসপাতালে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ফিলিস্তিনি নিহত


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০১৫

হেবরনে হাসপাতালে ঢুকে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনীর এলিট সদস্যরা। বৃহস্পতিবার সকালে ওই হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় তারা। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল্লাহ আল-সালাদেহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর মুস্তারাবিন নামে পরিচিত এলিট সদস্যরা হেবরনের আল আহলি হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। এ সময় ২৭ বছর বয়সী অস্ত্রপচার করা ওই ফিলিস্তিনিকে জেরা করতে চায়।

এ সময় তার চাচাত ভাই আজম বাধা দিলে এলিট সদস্যরা কয়েক রাউণ্ড গুলি ছুড়ে অসুস্থ্য ওই ফিলিস্তিনিকে হত্যা করে। নিহত ফিলিস্তিনির নাম আব্দুল্লাহ। তার শরীরে পাঁচ রাউণ্ড গুলির চিহ্ন পাওয়া গেছে। পরে আজমকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি অভ্যন্তরীন নিরাপত্তা সার্ভিস ওই হাসপাতালে অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত অক্টোবরে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে ফিলিস্তিনিরা। অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গত ছয় সপ্তাহে ফিলিস্তিনিদের বন্দুক হামলা ও ছুরিকাঘাতে ১০ ইসরায়েলির প্রাণহানি ঘটেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।