ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আটক ১২


প্রকাশিত: ১০:০৪ এএম, ১২ নভেম্বর ২০১৫

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত এলাকা থেকে ১২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মোহাম্মদ হুমায়ন (৩২), মাসুদ (৪০), বাশার (৪৫), সুমি খাতুন (১৯), লিপি শেখ (৩০), অভিজিৎ (২৮), আলম (২৮), সোহেল (২২), বাসু শেখ (৫৫), টগর সরদার (২৭), রাজু মোল্লা (২৮) ও রাইসুল ইসলাম (২০)। এদের বাড়ি যশোর, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, ভারত থেকে অবৈধ পথে দেশে আসার সময় বিশেষ অভিযানে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। দুপুর ১টার দিকে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।