আইন-শৃঙ্খলাবাহিনীর ওপর হামলা ভালো লক্ষণ নয়


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১১ নভেম্বর ২০১৫

সাবেক আইনমন্ত্রী ও সরকার দলীয় এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, অব্যাহতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহনীর ওপর হামলা ভালো লক্ষণ নয়। সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যারা নরাপত্তা দেবে, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তবে জনগণের নিরাপত্তা দেবে কীভাবে? জাতীয় সংসদে বুধবার রাতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ শঙ্কার কথা প্রকাশ করেন।

তিনি প্রশ্ন তোলেন, ক্যান্টনমেন্ট এলাকায় দুস্কৃতিকারী মিলিটারি পুলিশের ওপর হামলার দুঃসাহস কীভাবে পেল? তারা পুলিশের ওপর হামলা করছে, পুলিশ মারছে। আবার ক্যান্টনমেন্ট এলাকায় মিলিটারি পুলিশের ওপর হামলা হলো, এটা ভাল লক্ষণ নয়।

আব্দুল মতিন খসরু হামলার বর্ণনা দিয়ে বলেন,  কেন তারা এটা করছে? সমস্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বের করতে হবে।  এই শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।