চীনা ভ্যাকসিন ৮৬% কার্যকর : আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

অডিও শুনুন

চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ অর্থাৎ সিনোফার্মের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন মহামারি এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ৮৬ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তর্বর্তী ফলাফল বিশ্লেষণ করে বুধবার উপসাগরীয় আরব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এমন তথ্য দিয়েছে বলে জানাচ্ছে রয়টার্স।

ভ্যাকসিন তৈরির দৌঁড়ে ফাইজার-বায়োএনটেক, মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকার মতো পশ্চিমা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর ভ্যাকসিন নিয়ে সুখবরের মধ্যে চীনের সিনোফার্মের তৈরি ভ্যাকসিন নিয়ে এ তথ্য জানা গেল।

গত জুলাইয়ে সিনোফার্মার চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) জৈবপ্রযুক্তি শাখা বেইজিং ইনস্টিটিউট অব বায়োলোজিক্যাল প্রডাক্টের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হয় আমিরাতে।

এর পর গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ কিছু কিছু গোষ্ঠীর মানুষের ক্ষেত্রে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার মাধ্যমে প্রথম কোনো দেশ হিসেবে চীনের তৈরি ভ্যাকসিনের আন্তর্জাতিক অনুমোদন মেলে।

বুধবারের বিবৃতিতে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মাঝারি ও মারাত্মক সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে এই ভ্যাকসিনের শতভাগ কার্যকারিতাও দেখা গেছে। এ ছাড়া ভ্যাকসিনটির মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটিকে নিবন্ধিত করেছে। তবে বিস্তারিত বলা হয়নি। ১২৫ জাতিগোষ্ঠীর ৩১ হাজার স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি পুশ করা হয় বলেও জানানো হয়েছে।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।