‘হিটলারের’ জয়ে হইচই নামিবিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

ভোটে জিতলেন হিটলার। আফ্রিকার দক্ষিণ প্রান্তের ছোট্ট দেশ নামিবিয়া। সেখানকার এক স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন অ্যাডলফ হিটলার উনোনা। তবে তার জয় নয় বরং তার নাম নিয়েই আলোচনা চলেছে দিনভর।

১৮৮৪ থেকে ১৯১৫ পর্যন্ত জার্মান উপনিবেশ ছিল নামিবিয়া। সে সময়ে নামিবিয়ার হেরেরো ও নামা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল জার্মানরা। বিশ শতকের প্রথম গণহত্যা বলে উল্লেখ করা হয় সেই ঘটনাকে। তবু সাবেক এই উপনিবেশে শিশুদের নাম জার্মান নায়কদের নামে রাখার রেওয়াজ রয়েছে। খবর ভারতীয় গণমাধ্যমের।

গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে উনোনা তার নামের ব্যাপারে জানতে চাইলে তিনি চটে যান। তিনি বলেন, ‘আমার নাম হিটলার কেন, তা নিয়ে আলোচনা করলে কি নামিবিয়ার কোনো উন্নতি হবে। তার থেকে চলুন আমার দেশ নিয়ে কথা বলি। কিভাবে এখানকার অবস্থার উন্নতি করা যায় তা নিয়ে ভাবনা-চিন্তা করি।’

‘সোয়াপো’ দলের সদস্য উনোনা দেশটির ওম্পুনইয়া কেন্দ্র থেকে জয়ী হয়ে স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একটি জার্মান সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সি উনোনা জানিয়েছেন, নাৎসি ভাবাদর্শে বিশ্বাস করেন না তিনি। ‘যখন ছোট ছিলাম, এই নামের ‘মাহাত্ম্য’ বুঝতে পারিনি। বড় হয়ে বুঝলাম, সারা পৃথিবীকে পায়ের তলায় আনতে চেয়েছিল লোকটা। খুবই ঘৃণ্য!’

নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব সরকারি নথিতে নাম পাল্টানো খুব মুশকিলের ব্যাপার। তাই চেষ্টা করিনি। তবে সমর্থকেরা আমাকে অ্যাডলফ হিটলার নয়, অ্যাডলফ উনোনা নামেই ডাকে।’

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।