ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইউনিস


প্রকাশিত: ১০:১২ এএম, ১১ নভেম্বর ২০১৫

পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার ইউনিস খান ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন। আজ বুধবার আবু ধাবিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি হবে তার শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের প্রেক্ষাপটে এবার তাকে ওয়ানডে দলেও ডাকা হয়েছিল।

২০১৫ বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে তাকে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়েছিল। তিনি ওই টুর্নামেন্টে ৩ ম্যাচ থেকে মাত্র ৩৭ রান করেছিলেন। গড় ছিল মাত্র ১৪.৩৩।

২০০০ সালে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার অভিষেক হয়েছিল। তিনি ২৬৪টি ওয়ানডে ম্যাচে ৭,২৪০ রান করেছেন, গড় ৩১.৩৪ । তার সর্বোচ্চ ১৪৪ রান ছিল ২০০৪ সালে হংকংয়ের বিরুদ্ধে।

২০০৯ সালে তার নেতৃত্বে পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিতেছিল। ইতোমধ্যে তিনি টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জাভেদ মিঁয়াদাদকে টপকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন তিনি।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।