চিলিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূকম্পন


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১১ নভেম্বর ২০১৫

চিলির মধ্যাঞ্চলের সমুদ্র তীরবর্তী অঞ্চলে মঙ্গলবার রাতে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৫৪ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সমুদ্র তীরবর্তী কোকুইম্বো থেকে প্রায় ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৬ ছিল বলে ইউএসজিএস  জানিয়েছিল।

এসআইএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।