নাটোরে উপনির্বাচন : দুই পদেই আওয়ামী লীগের বিজয়


প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১০ নভেম্বর ২০১৫
গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যান পদে আলাল শেখ ও সিংড়ায় চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন

নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ভিপি শফিকুল ইসলাম শফিক (দোয়াত-কলম) ৯৪ হাজার ৭৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফয়জুন নেছা পুতুল (আনারস) পেয়েছেন ৬৬ হাজার ৮৪৮ ভোট।

রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল ইসলাম। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫৮হাজার ৪শত ৪৯জন।

অপরদিকে, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আলাল শেখ (চশমা) ২১ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোহম্মদ আলী (টিয়াপাখি) পেয়েছেন ১৬ হাজার ৪১৫ভোট।

রাত ৮ টার দিকে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম আজম। উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৩৫৪ জন।

রেজাউল করিম রেজা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।