আজ কক্সবাজারে বিশেষ রাডার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৭:২০ পিএম, ১০ নভেম্বর ২০১৫

কক্সবাজারসহ দেশের পূর্বাঞ্চলের সামরিক ও আকাশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে স্থাপন করা হয়েছে বিমানবাহিনীর বিশেষ রাডার। শহরতলীর কলাতলী পাহাড়ের উপর স্থাপিত এই রাডারের মাধ্যমে সহজে শত্রু পক্ষের বিমান চিহ্নিত করা যাবে।

আর এর মাধ্যমে দেশের আকাশ নিরাপত্তা আরো এক ধাপ বেড়ে গেল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এই রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ (বুধবার)। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বুধবার বেলা ১১টায় এই রাডারের উদ্বোধন করবেন।

সূত্র জানায়, কক্সবাজারে বিমানবাহিনীর এয়ার ডিফেন্স র‌াডার (ওয়াই এলসি-৬) এর অন্তর্ভূক্তি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ছয় ঘণ্টার এক সংক্ষিপ্ত সফরে কক্সবাজারে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি সকালে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম শহরের হালিশহর বিমানবাহিনী ঘাঁটি থেকে কক্সবাজারে এসে পৌঁছাবেন।

পরে তিনি কলাতলীস্থ এয়ার ডিফেন্স র‌াডার (ওয়াই এলসি-৬) এর অন্তর্ভূক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। একইদিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

এদিকে রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে কক্সবাজার শহরে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করেছে পৌরসভা। এছাড়া রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও চালালো হচ্ছে। পাশাপাশি শহরজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

পুলিশের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা শহরে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়া দেশের এলিট ফোর্স স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি অগ্রবর্তী দল গত রোববার থেকে রাষ্ট্রপতির যাতায়াতস্থলে মহড়া দিচ্ছেন।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।