মিয়ানমারের প্রতি হুঁশিয়ারি
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সংবাদপত্র যুক্তরাষ্ট্রের কারণে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক থেকে সরে না যেতে মিয়ানমারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি যখন সেনা সমর্থিত সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পথে রয়েছেন ঠিক তখনই এ হুঁশিয়ারি দেয়া হলো।
বিগত বছরগুলোতে সামরিক শাসন চলাকালে ইয়াঙ্গুনের ঘনিষ্ঠ মিত্র ছিল বেইজিং। চীন জান্তা সরকারের ব্যবসায়ী অংশীদার ও রক্ষক হিসেবে আন্তর্জাতিক তিরস্কার থেকে তাদেরকে সুরক্ষা দিয়ে আসছে। তবে কাঁচামাল সামগ্রী নিয়ে মিয়ানমারের জনগণের মধ্যে চীনের প্রতি ক্ষোভ রয়েছে। সু চি ও তার এনএলডি পার্টি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর অঙ্গীকার করেছে।
চীনের গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, মিয়ানমারের আধা-বেসামরিক সরকার যখন উন্মুক্ত নির্বাচনের দিকে গেছে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে তখন চীনের সঙ্গে সম্পর্ক ‘বিশেষ থেকে সাধারণ’ হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি’র সহযোগী পত্রিকা হল গ্লোবাল টাইমস।
মঙ্গলবার পত্রিকাটির এক নিবন্ধে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করার পদক্ষেপ বুদ্ধিদীপ্ত নয় এবং এটা চীনের সৌহার্দ্যপূর্ণ নীতি থেকে মিয়ানমার যা অর্জন করেছে তা ধ্বংস করে দেবে।
এসঅাইএস/পিআর