কিশোরগঞ্জে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো দিবস পালিত


প্রকাশিত: ১২:১৭ পিএম, ১০ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে ১৯৮৭ সালে ঢাকায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ কিশোরগঞ্জের ওই সময়কার ছাত্রনেতা সৈয়দ আমিনুল হুদা টিটোর ২৮ তম মৃত্যুবার্ষিকী টিটো দিবস।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন বাম সংগঠন আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করে।

মঙ্গলবার দুপুরে শহরের রঙমহল চত্ত্বরে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিপিবি, বাসদ, গণতন্ত্রীপার্টি ও ক্ষেতমজুর সমিতিসহ বিভিন্ন সংগঠন।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য নূর হোসেনের সঙ্গে টিটো জীবন দিয়েছেন। কিন্তু আজও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। এমনকি ঘাতকেরা টিটোর লাশ গুম করলেও, আজও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তার।

উল্লেখ্য, ১৯৮৭ সালের এই দিনে ঢাকায় অবরোধ কর্মসূচিতে নূর হোসেনের সঙ্গে পুলিশের গুলিতে প্রাণ হারান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ আমিনুল হুদা টিটো।

নূর মোহাম্মদ/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।