মোদির নামে অর্কিড হচ্ছে সিঙ্গাপুরে


প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ নভেম্বর ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে সিঙ্গাপুরে তার নামে একটি অর্কিডের নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর সিঙ্গাপুর সফরে যাবেন মোদি। সে সময়ই তার নামে ওই অর্কিডের নামকরণ করা হবে। মোদির এ সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সিঙ্গাপুরের বিখ্যাত শাংগ্রি লা হোটেলে আয়োজিত একটি বৈঠকে বক্তৃতা রাখবেন মোদি। বৈঠকে ভারতে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী সিঙ্গাপুরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের প্রভাব এবং সিঙ্গাপুর ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে অালোচনা করবেন মোদি।

এর আগে সিঙ্গাপুরে ইন্দিরা গান্ধী এবং অমিতাভ বচ্চনের নামে দেশটির অর্কিডের নামকরণ হয়েছে। তবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অতল বিহারি বাজপেয়ির নামে অর্কিডের নামকরণের উদ্যোগ নেয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।