পতন বৃত্ত থেকে ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ারবাজার


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১০ নভেম্বর ২০১৫

পতন বৃত্ত থেকে কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনের পাশাপাশি কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দরপতন হলো শেয়ারবাজারে।
 
বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।
 
দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২১ কোটি ৯৩ লাখ টাকা।
 
ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে ৯৮৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে ৯৪২ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই ৩০ সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে মোট ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৯টির, কমেছে ১২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সিএসইতে সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৬ লাখ টাকা।

এসআই/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।