অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৩


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১০ নভেম্বর ২০১৫

অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন পরিবেশবাদী নিহত হয়েছেন। সিডনি থেকে ৩৯০ কিলোমিটার উত্তরে সরকারের কয়লা নীতি বিরোধী প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়া শেষে হেলিকপ্টারে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে অস্ট্রেলিয়ার ম্যারিটাইম সেফটি অথরিটি জানিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে নিহতদের নাম প্রকাশ করা হয়েছে। নিহতরা হলেন রিচার্ড গ্রিন (৭৪), তার স্ত্রী ক্যারিলন (৭১) এবং ফিল্মমেকার জন ডেভিস (৭২)। তারা সিডনীর উত্তরাঞ্চলীয় বীচের বাড়িতে যথাসময়ে না ফেরায় তল্লাশি শুরু করে পুলিশ। পরে তারা এ  দুর্ঘটনার খবর পায়।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমান্ডার ক্রেইগ জ্যাকসন জানান, সোমবার সিডনি থেকে একশ কিলোমিটার উত্তরে ওয়াটাগানস ন্যাশনাল পার্কে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।