আজকের ধাঁধা : ১০ নভেম্বর ২০১৫

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১০ নভেম্বর ২০১৫

ধাঁধা :
১. উপর থেকে পড়লো বুড়ি কাথা-বালিশ লইয়া। সেই বুড়ি কথা কয় সবার মাঝে বইয়া। বলুন তো জিনিসটি কী?

২. ধলা মিয়া হাটে যায়। আইতে-যাইতে চিমটি খায়। বস্তুটি কী?

৩. ‘শুঁড় দিয়া কাজ করি, নহি আমি হাতি।
    পরহিতে খাঁটি সদা, তবু খাই লাথি।’
- এর মানে কী?

৪. ‘এ ঘর যাই, ও ঘর যাই
    দুম দুমাইয়া আছাড় খাই।’
- জিনিসটি কী?

উত্তর :
১. বাতি
২. লাউ
৩. ঢেঁকি
৪. ঝাঁটা

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।