৩৬ আসনের ৩৫ টিই এনএলডির


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে প্রথম দফায় ৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, উচ্চ ও নিম্নকক্ষের ৩৬ আসনের মধ্যে সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৩৫ আসনে বিজয়ী হয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে  প্রথম দফা ফল ঘোষণার পর দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী ফলাফল আরো তিন ঘণ্টা পর ঘোষণা করা হবে।

রোববার স্থানীয় সময় সকাল ৬ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া দেশটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মিয়ানমারের এবারের নির্বাচনে ৪৯৮ আসনের বিপরীতে ছয় হাজারেরও বেশি প্রার্থী এবং ৯১ টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর মধ্যে দেশটির সংবিধান অনুযায়ী ১১০ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সেনা সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি পার্টি ও এনএলডির মধ্যে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।