ধারাভাষ্যে পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

দীর্ঘদিন পর দলে ফেরা ইমরুল কায়েস এবং শেষ দিকে নাসির হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ২৪২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো বড় জুটি গড়তে না পারায় এদিন বড় স্কোর গড়তে পারেনি টাইগাররা।

pranতবে ম্যাচে কমিন্ট্রি বক্সে এক অতিথিকে ধারাভাষ্যে দেখা যায়। অতিথি আর কেউ নন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যিনি আইসিসির সাবেক প্রেসিডেন্টও।

ইংরেজিতে পরিকল্পনামন্ত্রীর ধারাভাষ্যে অনেকটা মুগ্ধ দেখা যায় পাশে বসে থাকা আতাহার আলী খানকে। বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন পর্যন্ত কমিন্ট্রি বক্সেই ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এদিকে বাংলাদেশের দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করছে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান।

এসএইচএস/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।