আমিরাতে ২৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ১১ নভেম্বর ২০২০

অডিও শুনুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে দুই হাজার ৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী ট্রাম্প প্রশাসন। এর মধ্যে কয়েক ডজন এফ-৩৫ জঙ্গিবিমান ও কম্ব্যাট ড্রোন রয়েছে। ইরানি গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

আমিরাতের কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির জন্য ইতিমধ্যে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার (১০ নভেম্বর) অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে আমিরাতের কাছে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কি না তা খতিয়ে দেখার বিষয় রয়েছে।

সম্প্রতি ইসরাইল ও আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। এরপরেই আমিরাতের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়ে আসছে।

গণমাধ্যমের প্রতিবেদনে মাইক পম্পেও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবেলায় ও নিজেকে রক্ষার জন্য আরব আমিরাতের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি প্রয়োজন রয়েছে। সে প্রয়োজন মেটানোর জন্যই ওয়াশিংটন অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে।

আমিরাতের কাছে এসব অস্ত্র বিক্রি করলে ইরানের পক্ষ থেকে সব ধরনের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মন্তব্য করেন মাইক পম্পেও।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।