বিশ্বের সবচেয়ে দামি কবুতর, দাম শুনলে আঁতকে উঠবেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১০ নভেম্বর ২০২০

কবুতর পোষা কেবল শখই নয়, অনেকের কাছে নেশার মতো। একেকটি কবুতর সংগ্রহের জন্য যথেচ্ছ অর্থ ব্যয়ের ঘটনা শোনা যায় প্রায়ই। কিন্তু সেই অর্থটা ঠিক কত হতে পারে? হাজার, লাখ কিংবা কোটি নয়, সম্প্রতি বেলজিয়ামের একটি কবুতর বিক্রি হয়েছে ১৩৩ কোটি টাকারও বেশি দামে। ‘নিউ কিম’ নামের এই কবুতরটিকেই বলা হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কবুতর। খবর দ্য সান।

জানা গেছে, অনিন্দ্য সুন্দর এই কবুতরটি ছোট, মাঝারি ও দূরপাল্লার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয় এবং সেখানে তার সাফল্যের পাল্লাও বেশ ভারী। অনলাইন নিলামে এর দাম শুরু হয়েছিল ১৮০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ প্রায় ২০ হাজার টাকা থেকে।

সম্প্রতি শুরু হওয়া এই অনলাইন নিলামের এখনও ৯ দিন বাকি। কিমের দাম কি ১৩৩ কোটিতেই থেমে থাকবে নাকি দামের পরিমাণ আরও বাড়িয়ে কেউ তার গর্বিত মালিক হবেন?

এর আগে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের রেকর্ডটি ছিল কিমেরই স্বদেশী ‘আরমান্ডো’র দখলে। ২০১৯ সালে ১২৪ কোটি টাকায় তাকে কিনে নিয়েছিলেন এক চীনা ব্যবসায়ী।

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।