তালেবানের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৮০


প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৯ নভেম্বর ২০১৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দুই তালেবান গ্রুপের মধ্যে আন্তঃসংঘর্ষে ৮০ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। খবর এএফপি।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে তালেবান নেতা মোল্লা আখতার মানছুর ও তার অনুসারী মানসুর দাদুল্লাহের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।

কাবুলের ডেপুটি পুলিশ প্রধান গোলাম জিলানি ফারাহি বলেন, কাবুলের খাকি আফগান ও আবঘানদাদ জেলায় শনিবার সকালে তালেবান দুগ্রুপের সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে মোল্লা মানসুর গ্রুপের ২০ জন এবং মানসুর দাদুল্লাহ গ্রুপের ৬০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানান জিলানি। এছাড়াও অন্য ৩০ জন জঙ্গি আহত হয়েছে বলে জানান তিনি।

কাবুলের গভর্নর মুখপাত্র ইসলাম গুল সেয়াল এ আন্তঃসংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, মানসুর দাদুল্লাহ গ্রুপের বেশি জঙ্গি নিহত হয়েছে। তাছাড়া উজবেকিস্তান থেকে আসা বিদেশি জঙ্গিরাও নিহত হয়েছে। তালেবানদের মধ্যে এ সংঘর্ষ এখন চলছে বলে জানান সেয়াল।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।