ফের নাটকীয়তা, জর্জিয়ায় ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৬ নভেম্বর ২০২০

অডিও শুনুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুইদিন পরেও নাটকীয়তা যেন কমছেই না। শুরু থেকেই অন্যতম ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও ভোট গণনার শেষপর্যায়ে হঠাৎই এগিয়ে গেছেন জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১টি (৪৯ দশমিক ৪ শতাংশ)। বিপরীতে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪টি ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)।

অর্থাৎ, জর্জিয়ায় এই মুহূর্তে ৯১৭ ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট শিবির। যদিও গার্ডিয়ানের পরিসংখ্যান দেখাচ্ছে, রাজ্যটিতে এখনও ৫০ হাজার ভোট গণনা বাকি। তবে অতি নাটকীয় কিছু না হলে সেখানে বাইডেনই জিতছেন বলে ধরে নেয়া যায়।

jagonews24

জর্জিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। ফলে সেখানে বাইডেন জিতলে তার মোট ইলেকটোরাল ভোট হবে ২৮০টি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন হয় ২৭০ ভোট। ফলে জর্জিয়ায় জিতলে বাইডেন সহজেই সেই সংখ্যা ছাড়িয়ে যাবেন, অর্থাৎ তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আর কোনও অঙ্গরাজ্যের ফলাফলের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন হবে না আগ্রহীদের।

ভোটের পর প্রথমদিকে টানটান উত্তেজনা ছিল মিশিগান নিয়ে, দ্বিতীয়দিন তা চলে আসে নেভাদায়। কিন্তু তৃতীয়দিনে তারচেয়েও বেশি উত্তাপ দেখাচ্ছে জর্জিয়া। এ ব্যাটলগ্রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই পক্ষের।

jagonews24

এখন পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। ভোটের ফল বাকি থাকা পাঁচটি রাজ্যের মধ্যে নেভাদাতেও এগিয়ে রয়েছেন তিনি। তবে ওই রাজ্যে এখনও ২ লাখ ৩৩ হাজার ভোট গণনা বাকি। সেখানে ১১ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

তবে ফলাফল বাকি থাকা পাঁচ রাজ্য- জর্জিয়া, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা, আলাস্কা ও নেভাদায় যদি শেষপর্যন্ত ট্রাম্প জেতেন, তাহলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দখল নেবে রিপাবলিকানরা। এখন পর্যন্ত ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট।

যদিও পপুলার ভোটের পাশাপাশি এ বছর ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সেগুলো যোগ হলে ব্যবধান কম থাকা অঙ্গরাজ্যগুলোতে ফল বদলেও যেতে পারে।

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।