সৎ ও নিষ্ঠার সঙ্গে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান


প্রকাশিত: ১০:০০ এএম, ০৮ নভেম্বর ২০১৫

প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। রোববার দুপুরে সাভারের সিএনবি এলাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন পুলিশ ও রেলওয়ের) এবং জুডিসিয়ার সার্ভিস কর্মকর্তাদের ১০৪ তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, সরকারি বন বিভাগের জমি দখল হয়ে যাচ্ছে। বর্তমানে যা বিপদ সীমায় নেমে এসেছে। স্বাধীন সার্বভৌম এ বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনার নিয়ম কানুন সাধারণ জনগন জানে না। তাই সাধারণ জনগণকে ভূমি ব্যবস্থা জানাতে ভুমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিদের্শ দেন তিনি।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন। ৪৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণে ৩১ জন বিসিএস ক্যাডার অংশগ্রহণ করেন।

আল-মামুন/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।