জয়পুরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৮ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

জয়পুরহাটের গণপিটুনিতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার দোঁগাছী ইউনিয়নের পাথুরিয়া হাজীপাড়া গ্রামে ডাকাতিকালে গ্রামবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায়।

নিহত ডাকাত জয়পুরহাট সদর উপজেলার ভাদশা গ্রামের বাহার হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে আনোয়ারসহ ৫ জনের একটি ডাকাত দল হাজীপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে হানা দেয়। সেখানে গৃহকর্তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে অন্যান্যরা পালিয়ে গেলেও আনোয়ার ধরা পড়ে। সেখানেই উত্তেজিত গ্রামবাসীর গনপিটুনিতে গুরুতর আহত হলে ওই রাতেই তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রাখা হয়েছে। নিহত ডাকাত আনোয়ারের বিরুদ্ধে সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

রাশেদুজ্জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।