মেহেরপুরে ১৪ জামায়াত নেতা কর্মী আটক


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৮ নভেম্বর ২০১৫

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলার ১৪ জন জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে। শনিবার রাতভর উপজেলার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, করমদী গ্রামের আফেজ উদ্দীনের ছেলে হয়রত আলী, নওয়াপাড়া গ্রামের মেছের আলীর ছেলে মানিক, এলাঙ্গী গ্রামের আজিম উদ্দীনের ছেলে সবুর, কসবা গ্রামের ফতে আলীর ছেলে ইন্তাজ আলী, চাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রওশন আলী, চৌগাছা গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে রুস্তুুম আলী, একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে বিপ্লব, বাঁশবাড়িয়া গ্রামের কলিমুদ্দীনের ছেলে আফসার, আব্দুল জলিলের ছেলে আদম আলী, আজের আলীর ছেলে রেনা, বাহাগুন্দা গ্রামের আব্দুল জলিলের ছেলে আবুল কাশেম, রেজাউল হকের ছেলে আব্দুস সামাদ, যুগিন্দা গ্রামের খলিলের ছেলে খাইরুল ইসলাম ও ভোলাডাঙ্গা গ্রামের ফরমান আলী।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জাগো নিউজকে জানান, গ্রেফতাররা নাশকতার মামলার আসামি। গ্রেফতারদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আতিকুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।