বোমায় ২৪ মৃত্যুর পর আফগান বাহিনীর অভিযানে ৮৫ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৫ অক্টোবর ২০২০

আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৮৫ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের নানগারহার, ওয়ারদাক, উরুযগান, যাবুল, যুজযান, বাল্খ, হেলমান্দ, বাদাখশান, বাগলান ও কুন্দুজে সেনা অভিযান পরিচালিত হয়েছে। এতে অন্তত ৮৫ তালেবান নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

তবে অভিযানে সরকারি বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানানো হয়নি।

এর আগে, শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দাশত-এ-বারচি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৫৭ জন আহত হন।

jagonews24

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষার্থীরা পড়াশোনা করেন। শনিবার সন্ধ্যার দিকে প্রতিষ্ঠানের একটি ভবনের সামনে বোমা হামলা হয়। ভবনটিতে মূলত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আত্মঘাতী এক হামলাকারী প্রতিষ্ঠানটির ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রবেশপথেই বোমার বিস্ফোরণ ঘটান। হতাহতদের সবাই শিক্ষার্থী। তারা ভেতরে প্রবেশের জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

বিবিসি জানিয়েছে, আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এখনও এই হামলার দায় স্বীকার করেনি কেউ। ফলে এ ঘটনায় তালেবান নাকি আইএস জড়িত তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: পার্স টুডে

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।