বরিশালে সোয়া ৩০০ লিটার মদসহ ৫ যুবক আটক


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৭ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ থেকে তিনশ’ ২১ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, ভোলা উপজেলা সদরের সুজন দাস (২৫), অশোক (২৮), সীমান্ত (২৬), শিবা (২৯) ও সজল (২৭)।

এ ঘটনায় দুপুর পৌনে ৩টার দিকে আটকদের বিরুদ্ধে এপিবিএন পুলিশের এসআই আরিফ হোসেন বাদি হয়ে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশ সদস্যরা নগরীর ফজলুল হক এভিনিউ এর গ্রীন তাজ টেইলার্সের সামনে থেকে একটি অটোরিকশা থামান। এ সয়য় অটোরিকশায় ৬টি ড্রাম ও কয়েকটি বোতল ভর্তি দেশীয় চোলাই মদসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।