মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে মিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার শ্রনদী পুলিশ ফাঁড়ি পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে সদর উপজেলার কালিরবাজার বাধাবাড়ির তৈয়ব আলী হাওলাদারের ছেলে ইতালী প্রবাসী সৌরভ হাওলাদার আল-আমিনের সঙ্গে পার্শ্ববর্তী ভুটেরবাড়ি গ্রামের ছালাম জমাদ্দারের মেয়ে মিতু আক্তারের (২০) বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মেয়ের বাবা ও ভাই ৪ লাখ টাকা যৌতুক দিয়েছে।
কিন্তু ছেলের পরিবার বেশ কিছুদিন ধরে আরো ৬ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। মেয়ের বাবা ছালাম জমাদ্দার যৌতুকের টাকা দিতে না পারায় মিতুর শ্বশুরবাড়ির লোকজন শুক্রবার রাতে মিতুকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে। পরে খবর পেয়ে বাবা ও ভাই মিতুর শ্বশুরবাড়ি গিয়ে মিতুর মরদেহ শ্রীনদী পুলিশ ফাঁড়ির পুলিশের মাধ্যমে উদ্ধার করে।
মিতুর বাবা ছালাম জমাদ্দার বলেছেন, ‘আমরা বিভিন্ন সময়ে ছেলের পরিবারকে ৪ লাখ টাকা যৌতুক দিয়েছি। কিন্তু তারা আরো ৬ লাখ টাকা দাবি করে আসছিল। কিন্তু আমরা দিতে না পারায় আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি