তাইওয়ান দম্পতি হামলায় রিটা কার্টজের সম্পৃক্ততা নেই
রাজধানীর উত্তরায় তাইওয়ান দম্পতির উপর হামলার ঘটনায় রিটা কার্টজ বা সাইট ইন্টেলিজেন্সের সঙ্গে কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিবি পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য এই দম্পতির উপর হামলা চালানো হয়। এতে কোন জঙ্গি সম্পৃক্ততা নেই। রিটা কার্টজ কিংবা সাইটের সঙ্গে কারো সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় হামলাকারী সন্দেহে জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আহত দম্পতি সুস্থ হলে অপরাধীদের সর্ম্পকে তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ৪ নং সেক্টরে তাইওয়ানের দম্পতি ওয়াং লিং চি, লিলি হুয়া হামলার শিকার হন। আহতরা রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এআর/জেডএইচ/আরআইপি