মুশফিক-সাব্বিরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৭ নভেম্বর ২০১৫

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পরা বাংলাদেশকে আবারো আশা জাগাচ্ছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন সাব্বির রহমান।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৯ ওভারে চার উইকেটে ১৮১ রান। মুশফিক এক প্রান্তে সাবলীল ব্যাট করে ৮২ রানে অপরাজিত রয়েছেন আর ২৩ রান নিয়ে ব্যাট করছেন সাব্বির।

এর আগে দলের চতুর্থ ব্যাটসম্যান হিসাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরে গেছেন পার্ট টাইম বোলার সিকান্দার রাজার বলে। ডাউন দ্যা উইকেট খেলতে গিয়ে বলের ফ্লাইট মিস করেন সাকিব। তবে বল ঠিকমত গ্লাভসবন্দী করতে না পারলেও উইকেত্রক্ষম মুতুমবামির হাতে লেগে বল স্ট্যাম্পে লাগলে সাজঘরের পথ ধরতে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

শুরু থেকে দেখে শুনে খেলা তামিমও হঠাৎই যেন ধৈর্য হারিয়ে ফেললেন। সিকান্দার রাজার বলে লং অনের উপর দিয়ে ছয় হাকাতে গিয়ে লুক জংউইর হাতে ধরা পড়েন এই ওপেনার। তৃতীয় উইকেটে জুটিতে মুশফিকের সঙ্গে দলের হয়ে ৭০ রান যোগ করেন। তামিমের ৩টি চার এবং ২টি ছাক্কায় সাজানো ৪০ রানে বল মোকাবেলা করেছেন ৬৮টি।

এর আগে তিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হতে সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। আর ইনিংসের দ্বিতীয় ওভারে লিটন দাসকে হারায় স্বাগতিকরা। জংউইর দ্বিতীয় ওভারের শেষ বলে গ্যালিতে সহজ তুলে দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর তা লুফে নিতে কোনো ভুল করেননি গ্রায়েম ক্রেমার।

শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দিবারাত্রির এই ম্যাচ।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।