১৯৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২২ অক্টোবর ২০২০

অডিও শুনুন

দীর্ঘ ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে সুস্থভাবে ফিরে এসেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তিন নভোচারী।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে কাজাখস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝেজকাজগান শহরে অবতরণ করেন তারা।

নাসার এই তিন নভোচারী হলেন-ক্রিস ক্যাসিডি, রোসকসমস’ অ্যানাটলি আইভানিশিন ও আইভান ভ্যাগনার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, গত ৯ এপ্রিল মহাকাশযান সয়ুজ এমএস-১৬ তে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেন এই তিন মহাকাশচারী। সেখানে ১৯৬ দিন কাটিয়ে আজ বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে আসেন তারা।

এপি বলছে, তিন নভোচারীর সঙ্গে মিলিত হওয়ার আগে পূর্ব সতর্কতার অংশ হিসেবে কোভিড টেস্ট করানো হয় উদ্ধার টিমের সদস্যদের।

তবে করোনার কারণে মাস্ক পরিহিত উদ্ধারের টিমের সদস্যদের দেখে মহাকাশচারীরা একটু স্ফীত হেসে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এপি।

নাসা জানিয়েছে, এই তিন মহাকাশচারী সুস্থ আছেন।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।