যুক্তরাষ্ট্রে পুতিনের সাবেক সহযোগীর লাশ উদ্ধার


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৭ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের একটি হোটেল থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক এক সহযোগীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির হোটেল দ্যুপন্টে তার লাশ পাওয়া যায়। রাশিয়ান সংবাদ সংস্থা রিয়া-নভস্তি ও তাসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহত মিখাইল লেসিন (৫৭) রাশিয়ার সাবেক তথ্যমন্ত্রী। তিনি গণমাধ্যম সংস্থা গ্যাজপ্রম-মিডিয়া হাউজেরও সাবেক প্রধান ছিলেন। যুক্তরাষ্ট্রের পুলিশ মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

লেসিন মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পুতিনের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ছিলেন। এ সময় তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাশিয়ায় টেলিভিশন চ্যানেল রাশিয়া টুডে (আরটি) যাত্রা শুরু করে। গত বছর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন লেসিন। অবসরের পর সাবেক এই রুশ মন্ত্রী লস অ্যাঞ্জেলসে পরিবারের জন্য ২৮ মিলিয়ন ডলারের সম্পত্তি কিনেছেন।

এর অাগে মিসিসিপির সিনেটর রজার উইকার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে লেসিনের সম্পদ অস্বাভাবিকভাবে বাড়ছে দাবি করে তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

স্ত্রী ছাড়া এক সন্তান ও এক কন্যা রেখে গেছেন তিনি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।