কানাডার সমকালীন কবিতা পাঠের আসর ১৩ নভেম্বর


প্রকাশিত: ০৫:১৩ এএম, ০৭ নভেম্বর ২০১৫

কানাডার সমকালীন কবিতা পাঠের আসর ১৩ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৫টায় রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ শর্ট ফিলম ফোরাম অডিটোরিয়ামে আসরটি অনুষ্ঠিত হবে।

বহুজাতিক,বহুভাষার দেশ কানাডার জীবিত কবিদের বাংলা অনুদিত কবিতা পাঠ করা হবে। অনুদিত কবিতা পাঠ করবেন কবি পারভেজ চৌধুরী । অনুষ্ঠানে আদিবাসী, অভিবাসী এবং মূলধারার কবিদেরও কবিতা রয়েছে।

কানাডার সমকালীন কবিতা এমন ভাবে বাছাই করা হয়েছে যাতে করে এই অনুষ্ঠানের মাধ্যমে কানাডার আধুনিক কাব্যধারার সমকালীন চিত্র ফুটে উঠে।

আসরে যে সব কবিদের কবিতা পড়া হবে তারা হলেন : কবি এলিস মেজর, এ্যানি মিশায়েলস, এ্যানি কারসন, বিল বিসেট, ব্রায়ান হ্যান্ডারসন, ব্রুস মেয়ের, ক্যানডিস জেমস, ক্যারোলিন র্স্মাট, ক্যাথেরিন গ্রাহাম, ডেনিস লি, ডিউক রেডর্বাড, এডওর্য়াড গেটস, গ্যারী হাইলেন্ড, গ্যারী গেডেস, জ্যান হরনর, জেনিফার ফুটম্যান, জ্যানেট আর্মস্ট্রং।  

এছাড়া জিল ব্যাটসন, জো ব্লেডস, জন ডোনলান, জুলে ব্যারী, কারেন শেনফিল্ড,  লরা লুশ, লেনর কিশিগ টোবাইস, লিন্ডা রর্জাস, মারিয়ান ব্লুগের, প্যাট্রিক ফ্রিসেন,  র্যান্ডি রুন্ডি, রু বরসন, সনজা ডান,  সোফিয়া কাসজুবে, সুসান স্টেনসন, সুসান গ্লিকম্যান,  ট্যারী এ্যান কার্টার এবং ওয়ানে কেওন।

এসকেডি/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]