বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পুতিন


প্রকাশিত: ০৫:১২ এএম, ০৬ নভেম্বর ২০১৪

বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের জরিপে এবারও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরের অবস্থানেই রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ম্যাগাজিনটির জরিপে গত বছরও ক্ষমতাশালীর তালিকায় এক নাম্বারে ছিলেন পুতিন।এবারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল।

এ ছাড়া ধনকুবের বিল গেটস রয়েছেন সাত নাম্বারে। ১০ ও ১১ নাম্বারে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ।

তালিকায় উপরের দিকেই স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রয়েছেন ১৫ নাম্বারে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানী রয়েছেন ৩৬ নাম্বারে।

১৯ নাম্বারে স্থান পেয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী হোসাইনী-খোমেনী। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন রয়েছেন ৪০ নাম্বারে। ২৬ নাম্বারে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিশ্বের অনেক নামি-দামী নেতাকে পেছনে ফেলে তালিকায় ৫৪তম স্থান লাভ করেছেন আইএস (ইসলামিক স্টেট) প্রধান আবু বকর আল-বাগদাদী। তরুণদের মধ্যে তালিকায় সবচেয়ে উপরে স্থান পেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (২২)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।