আত্মবিশ্বাসী মাশরাফি
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফররত জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচের ফলাফল ভুলে, প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এই টাইগার অধিনায়ক।
রাজধানীর মিরপুর শেরই বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।
আপাতত দুই অধিনায়কের অগ্নিদৃষ্টি মর্যাদার এই ট্রফির দিকেই। ক্রিকেট যুদ্ধে জিতবে যে দল তাদেরই হবে এই স্বপ্নিল ট্রফি। সম্প্রতি টাইগারদের পারফরম্যান্সের ধারে-কাছে নেই জিম্বাবুয়ে। কিন্তু, ক্রিকেট বড়ই বৈচিত্র্যময়। প্রস্তুতি ম্যাচেই সেই সতর্কবাণী দিয়েছে অতিথিরা। তাই সচেতন স্বাগতিকরা। তবে, কোনো ছাড় না। জয়ের নেশায় রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াইয়ের মঞ্চে নামবে বাংলাদেশ।
এদিকে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, মুস্তাফিজ বেশ ভাল ফর্মে আছে। তাছাড়া আলামিন, রাব্বি, নাসির, রিয়াদ এরকম ভাল ভাল বোলার আছে আমাদের। আমরা এখনও জানি না কম্বিনেশন কি, কিন্তু আমাদের অনেক অপশন আছে। প্রথম ম্যাচ একটা টুর্নামেন্ট অথবা সিরিজের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর কাজটা ধীরে ধীরে সহজ হয়ে যায়। এই মুহূর্তে আমি বলবো কালকের ম্যাচটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জিম্বাবুয়ে অনেক ব্যাল্যান্স টিম। যেহেতু ওরা আফগানিস্তানের বিপক্ষে হেরেছে তাই তারা এখানে ভাল কিছু করতে চাইবে। সেইসাথে আমরাও আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাইব। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আর আমার কাছে জয়টাই আসল। কারণ খেলতে নেমে ভাল খেলে হেরে গেলেও হারাটাই লেখা হয়।
এসকেডি/এমএস