বাণী-বচন : ০৭ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:০৫ এএম, ০৭ নভেম্বর ২০১৫

বাণী :

গতির লক্ষ্য এক কিন্তু তাহার পথ অনেক। সব নদীই সাগরের দিকে চলিয়াছে, কিন্তু সবাই এক নদী হইয়া চলে নাই। চলে নাই সে আমাদের ভাগ্য। -রবীন্দ্রনাথ ঠাকুর

স্বার্থ ত্যাগ করিতে হইলে দুঃখকষ্ট সহ্য করিতেই হইবে, ত্যাগ আরাম কেদারায় শুইয়া হয় না। -কাজী নজরুল ইসলাম

বচন
যদি বর্ষে আগুনে,
রাজা যায় মাগনে।

অর্থ: আগুনে অর্থাৎ অঘ্রাণে আর মাগনে মানে ভিক্ষাবৃত্তির কথা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি অঘ্রাণে বৃষ্টিপাত হয়, তো রাজারও ভিক্ষাবৃত্তির দশা, আকাল অবস্থায় পতিত হওয়াকে বোঝায়।

এইচআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।