প্রাণ-আপ কনসার্টে যশোর মাতালেন এসআই টুটুল


প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

যশোর মাতিয়েছেন দেশবরণ্যে সঙ্গীত শিল্পী এসআই টুটুল। প্রাণ-আপ কনসার্টে শুক্রবার এই জেলার হাজার হাজার দর্শককে সুরের মুর্ছনায় বিমোহিত করেন তিনি। পাশাপাশি ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা লায়লা ও রকস্টার আরিফও সঙ্গীত পরিবেশন করেন কনসার্টে।

‘নিরাপদ শৈশব শিশুর অধিকার’ শ্লোগানে শেকড় যশোরের আয়োজনে স্থানীয় ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।  

শুক্রবার বিকেল ৩টা ১মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় এ আনন্দ আয়োজন। এর আগেই হাজার হাজার নারী, পুরুষ, শিশু দল বেঁধে রাজ্জাক কলেজ মাঠে উপস্থিত হন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই রাজ্জাক কলেজের মাঠ পরিপূর্ণ হয়ে যায়।



শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত মঞ্চে যশোরের স্থানীয় শিল্পী ও শেড়কের সদস্যদের পরিবেশনার পাশাপাশি  রকস্টার আরিফ এবং ক্লোজআপ ওয়ান তারকা লায়লা সঙ্গীত পরিবেশন করেন। এরপর মঞ্চে ওঠেন দেশবরেণ্য শিল্পী এসআই টুটুল। একের পর এক দর্শক মাতানো গানে দর্শকদের মাঝে সুরের হিল্লোল তোলেন তিনি। দর্শকরাও নেচে গেয়ে উৎসাহ যোগান ও গান উপভোগ করেন।



রাতে গানের ফাঁকে মঞ্চে আসেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। নিরাপদ শিশু ও শিশু অধিকার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় মঞ্চে ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু প্রমুখ।

সুর সঙ্গীতের এ আনন্দ আয়োজনের পর্দা নামে রাত সাড়ে ৮টার দিকে। উপভোগ্য অনুষ্ঠানের সুখস্মৃতি নিয়ে ঘরে ফেরেন যশোরের কয়েক হাজার দর্শক।  

মিলন রহমান/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।