নূরজাহান বেগমের শারীরিক অবস্থার উন্নতি


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত `বেগম` পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নূরজাহান বেগমকে শুক্রবার সকালে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছেন, নূরজাহান বেগম এখন অনেকটাই সুস্থ। সবার সঙ্গে কথা বলতে পারছেন। এক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে আশা করেছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত বুধবার সকালে গুরুতর অবস্থায়  নূরজাহান বেগমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণ এবং শরীরে সোডিয়াম কমে যাওয়ায় তিনি প্রায় অজ্ঞান ছিলেন। নূরজাহান বেগম উপমহাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।