নামাজ আদায়ে খুলে দেয়া হলো মসজিদুল হারামের দরজা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ এএম, ১৯ অক্টোবর ২০২০
ফাইল ছবি

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। ফলে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের জন্য বিখ্যাত এ মসজিদটিতে নামাজ আদায়ে আর কোনো বাধা থাকল না।

রোববার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

মহামারির কারণে গত মার্চ থেকে মসজিদটিতে সীমিত পরিসরে নামাজ আদায় চললেও জামাত বন্ধ রাখা হয়। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিল না। শুধু ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন।

গত ১৭ মার্চ এক ঘোষণায়, মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করে দেশটির সরকার। পরে এ দুটি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়।

৪ অক্টোবর প্রথম ওমরাহযাত্রীদের জন্য মসজিদুল হারামের দরজা খুলে দেয়া হয়। তখন সৌদি সরকার জানিয়েছিল, তিনটি ধাপে ওমরাহ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরাই এ সুযোগ পাবেন।

আগে দৈনিক ২০ হাজার জনকে ওমরাহ করার অনুমতি দেয়া হলেও তখন এর ৩০ শতাংশ অর্থাৎ, এক দিনে ৬ হাজার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেয়া হয়।

দ্বিতীয় ধাপে রোববার থেকে তা বাড়িয়ে এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার জনকে ওমরাহর জন্য মসজিদুল হারামে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বিদেশ থেকে আসা ওমরাহযাত্রীদের মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাবেন।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।