যশোরে প্রাণ-আপ কনসার্ট শুরু
`নিরাপদ শৈশব শিশুর অধিকার` স্লোগান নিয়ে যশোরে প্রাণ-এর জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড প্রাণ আপ কনসার্ট শুরু হয়েছে। শেকড় যশোরের আয়োজনে ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার বিকেল ৩টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ কনসার্ট শুরু হয়। এর আগেই হাজার হাজার স্থানীয় জনতা ড. রাজ্জাক কলেজ মাঠে উপস্থিত হয়। নৃত্য, সঙ্গীতসহ নানা আয়োজনে উপভোগ্য হয়ে উঠেছে কলেজ মাঠ।
শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু জানান, শুরু থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মঞ্চে থাকবে যশোরের স্থানীয় শিল্পী ও শেড়কের সদস্যদের পরিবেশনা। এরপর নিরাপদ শিশু ও শিশু অধিকার বিষয়ক আলোচনা এবং কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্টে থাকছে ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা লায়লা, রকস্টার আরিফ ও এসআই টুটুল। অনুষ্ঠানের শুরু থেকেই দর্শকরা প্রাণোচ্ছল পরিবেশে আনন্দ আয়োজন উপভোগ করছেন। তারকা শিল্পীরা মঞ্চে উঠলে কনসার্টটি আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলেও জানান রওশন আরা রাসু ।
মিলন রহমান/এআরএ/এএইচ/এমএস