মানুষ হত্যা ইসলাম ধর্মের কাজ নয়


প্রকাশিত: ১১:২২ এএম, ০৬ নভেম্বর ২০১৫

ইসলাম ধর্ম শান্তির ধর্ম , মানুষ হত্যা ইসলাম ধর্মের কাজ নয় ধর্মের নামে যারা সন্ত্রাস করছে এসকল উগ্রবাদীদের সমাজ থেকে নির্মূলসহ সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া ।

শুক্রবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে  বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ কর্তৃক ”স্বরনীয় জাতীয় চার নেতা হত্যায় জাতির করণীয় ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি  ভাষণে তিনি এ কথা বলেন।  

বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকারের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মুকুল বোস এবং সাবেক সংসদ সদস্য কৃষিবিদ মোহাম্মদ শহীদুল্লাহ বক্তব্য রাখেন ।

ফজলে রাব্বী মিয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আদর্শকে ধারণ করে দলমত নির্বিশেষে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের সকলকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্বাধীনতা বিরোধীদের সকল চক্রান্ত থেকে দেশকে রক্ষা এবং সকলকে সংযমী হওয়ার আহ্বান জানান।
 
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার গুণাবলী থেকে শিক্ষা গ্রহণ  করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।

 এইচএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।