দু`এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৬ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আজ (শুক্রবার) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।