ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ ভর্তিচ্ছু আটক


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৬ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শুক্রবার সকালে দুই জন ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।

আটকরা হলেন, আবদুস সালাম ও জোবায়দুল ইসলাম। সালামকে শেরে বাংলা নগর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয় এবং জোবায়দুলকে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়। তারা দু’জনেই মোবাইল ফোনের মাধ্যমে উত্তর নেয়ার চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী। আটকদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার প্রক্রিয়া চলছেও বলে জানান তিনি।

প্রসঙ্গত, আজ সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এ বছর ঘ ইউনিটের এক হাজার ৪৬৫ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৯০ হাজার ১৩০ জন।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।