দরপতন আর বিক্ষোভে সপ্তাহ পার


প্রকাশিত: ০৭:০১ এএম, ০৬ নভেম্বর ২০১৫

দরপতন আর বিক্ষোভের মধ্য দিয়ে সপ্তাহ পার করলো দেশের শেয়াবাজার। অস্থির পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একইসঙ্গে কমেছে পিই রেশিও ও বাজার মূলধন। গেল সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই দরপতন হয়েছে দুই স্টক এক্সচেঞ্জে।

এদিকে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করার সময় বাজার পতনের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তকে দায়ী করেন তারা। বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর দালাল বলে আখ্যায়িত করে পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নিকট পেশ করা ১৯ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।

সপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬২ দশমিক ৩৩ পয়েন্ট অর্থাৎ ১ দশমিক ৩৭ শতাংশ, ডিএস৩০ সূচক কমেছে ১৪ দশমিক ৬১ পয়েন্ট অর্থাৎ দশমিক ৮৫ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস কমেছে ৭ দশমিক ৮৩ পয়েন্ট অর্থাৎ দশমিক ৭২ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে হ্রাস পেয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৯টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৪ কোটি  ৫৫ লাখ ৭৮ হাজার টাকা। যা এর আগের সপ্তাহের তুলনায় ২৫২ কোটি ২৮ লাখ টাকা (১৪ দশমিক ৩৬ শতাংশ) কম। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৫৬ কোটি  ৮৩ লাখ ৭৯ হাজার টাকা। আর গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন দশমিক ৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৬৬০ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার টাকায়। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৮৪ শতাংশ কমে ১৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহে সিএএসপিআই সূচক কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৫২ শতাংশ। আর সিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১০১ কোটি ২২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।