শেখ হাসিনা দেশে ফিরছেন আজ


প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৬ নভেম্বর ২০১৫

নেদারল্যান্ডে ৩ দিনের সরকারি সফর শেষে আজ (শুক্রবার) বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ড সময় রাত ৯টা ২০ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমস্টারডাম ত্যাগ করবেন এবং সংযুক্ত আরব আমীরাতে প্রায় চার ঘণ্টা যাত্রা বিরতির পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।  খবর-বাসস`র।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ নভেম্বর আমস্টারডাম পৌঁছার পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। নেদারল্যান্ড সরকার এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ আতিথেয়তা দিয়েছে। গত ৪ নভেম্বর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও নেদারল্যান্ড শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করেছেন।
 
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিও পাশাপাশি জনগণের জন্য বদ্বীপ এলাকা নিরাপদ ও উৎপাদনশীল করার লক্ষ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ মন্ত্রীদের সঙ্গে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ নিয়ে আলোচনা করেন। এছাড়া নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রাণী অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
 
জাতিসংঘ মহাসচিবের উন্নয়ন সংক্রান্ত অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক উপদেষ্টা রাণী ম্যাক্সিমা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন- তিনি বাংলাদেশের অভিজ্ঞতার ভিত্তিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক একটি আন্তর্জাতিক অভিযোজনমূলক কৌশল প্রণয়ন করতে যাচ্ছেন।

বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির বিষয় উল্লেখ করে শেখ হাসিনা ডাচ ব্যবসায়ী ও শিল্প সংশ্লিষ্ট নেতাদের বিনিয়োগ, বাণিজ্য, মুনাফা লাভ এবং সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে। এতে আইনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের সুরক্ষা, উদার ট্যাক্স হলিডে, মেশিনারীজ আমদানীতে শুল্ক হ্রাসের সুবিধা, রেমিটেন্স পাঠনো এবং অন্যান্য সুবিধা রয়েছে।

প্রধানমন্ত্রী তার সম্মানে নেদারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। আজ সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।